শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবাজদের বিচার করা হবে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, স্বাধীনতার ৪০ বছর পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্নীতিবাজদের বিচার করা হবে। মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গিকার হউক দুর্নীতিমুক্ত দেশ গড়ার। দুর্নীতিকে না বলে সোনার দেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীতে সকলকে একযোগে কাজ করতে হবে।
ফরিদপুরের ভাঙ্গায় আজ শুক্রবার সকালে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে এমপি নিক্সন চৌধুরী প্রশাসন ও রাজনীতিবিদদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসুচীর উদ্ধোধন করেন। অনুষ্টানে আগত সকল মুক্তিযোদ্ধাদের এমপি নিক্সন চৌধুরী পায়ে হেটে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।