আ.জ.ম নাছির উদ্দিনকে সম্মাননা দিয়েছে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়

গতকাল ২১ মার্চ রবিবার দুপুর ১২টায় অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আ.জ.ম নাছির উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, সহকারী শিক্ষক শ্বেতা চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্তা, সহকারি শিক্ষক নাসিম আক্তার ও ফারহানা আক্তার। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্তা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য যথাক্রমে মো. শাহ আলম, শামীমা আফরিন মুক্তি, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।