শিরোনাম

South east bank ad

সরকার খেলাধুলার উন্নয়নে যথেষ্ট আন্তরিক: সালাম মূর্শেদী

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

সরকার খেলাধুলার উন্নয়নে যথেষ্ট আন্তরিক: সালাম মূর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, শারিরীক উৎকর্ষ সাধন ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একজন ভালো খেলোয়াড়ই পারে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের পরিচিতি বৃদ্ধি করতে। বর্তমান সরকার সকল উন্নয়নের পাশাপাশি খেলাধুলার উন্নয়নের যথেষ্ট আন্তরিক আর এ জন্যই খেলাধুলায় সফলতা এসেছে।

তিনি শনিবার ৩ টায় সরকারি ইখড়ি কাটেংগা মডেল হাইস্কুলমাঠে মুজিব বর্ষ উপলক্ষ্যে আব্দুস সালাম মূর্শেদী চার দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনভয় গ্রুপের পরিচালক বিশিষ্ট সমাজসেবী শারমিন সালাম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অবঃ) মোঃ গাউস, যশোর শিক্ষা বোর্ডের চেয়াম্যান (অবঃ) আবুল বাশার মোল্যা, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফখরুল হাসান, রুপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ঘিলিয়া উপজেলা চেয়ারম্যান মারুফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ শাহরিয়ার হক, রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আ’লীগ নেতা অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, জেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, সাংবাদিক এনায়েত ফেরদৌস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসিন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাবেক চেয়ারম্যান বাদশা মল্লিক, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা, বাছিতুল হাবিব প্রিন্স, শেখ শারাফাত হোসেন, আক্তারুজ্জামান জুন, মিন্টু মোল্যা, যুবলীগ নেতা এফ এম মফিজুর রহমান, মিজানুর রহমান হিরাঙ্গীর, এস এম ওবায়দুল্লাহ বাবু, মাকসুদুল আলম মামুন, জেলা স্বেচ্চাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম লিংকন মিনা, স্বেচ্চাসেবক লীগ নেতা শেখ আনিচুল হক, খান ফরাদুজ্জামান সুমন, এইচ এম আবুল হাসান, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলা দিঘলিয়া উপজেলা ফুটবল একাদশ বনাম নৈহাটি ফুটবল একাডেমী রূপসা এর মধ্যকার খেলায় দিঘলিয়া একাদশ ৩-১ গোলে জয়ী হন।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: