শিরোনাম

South east bank ad

রূপসা, তেরখাদা এবং দিঘলিয়ায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন আব্দুস সালাম মূর্শেদী’র সহধর্মিনী শারমিন সালাম

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া উপজেলার অসহায় ও দরিদ্রদের ধারাবাহিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র সহধর্মিনী, এনভয় গ্রুপের পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবিকা মিসেস শারমিন সালাম।
নিজস্ব অর্থায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ তিনি নিজ হাতে তেরখাদার ও দিঘলিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পথে পথে অসহায় ও শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
আজ সকালে তেরখাদা উপজেলার মধুপুরে হেলিকপ্টার থেকে নেমেই যাত্রা শুরু করেন জামিয়া ইসলামিয়া মোকামপুর মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে ৭৫০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। মনোরম পরিবেশে শীতবস্ত্র পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠে মাদ্রাসার শিক্ষার্থীরা। যাত্রা পথে মাঠে কাজ সেরে কিংবা শ্রমজীবী মানুষেরা বাড়ি ফিরছে দুপুরের ক্লান্ত শরীর নিয়ে। হঠাৎ গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে কম্বল দেওয়া শুরু করেন মানব দরদী এই মহিয়ষী নারী। এভাবে তার গাড়ীবহর যতদূর গিয়েছে সব পথেই অসহায় মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করছেন। এমন মহৎ মানুষের কাছ থেকে হঠাৎ মনের অজান্তেই শীতবস্ত্র পেয়ে মুচকি হাসি দিয়ে ঘর ফেরেন অসহায় ও শ্রমজীবী মানুষেরা। এরপর তিনি দিঘলিয়া উপজেলার মহিষদিয়া দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য, তারই নির্দেশে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার জনগনের সহযোগিতার জন্য সালাম মুর্শেদী সেবা সংঘ ও সালাম মুর্শিদী ব্লাড ব্যাংক নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফ, ম আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, জামিয়া ইসলামিয়া মোকামপুর মাদ্রাসার সভাপতি ওহিদুজ্জামান দুলু, মাদ্রাসার সুপার হাফেজ মোঃ সালাহউদ্দিন, মহিষদিয়া দারুল উলুম মাদ্রাসার মুফতি মোঃ লোকমান হোসেন, সভাপতি মাওলানা নাজির হোসেন, এমপি আব্দুস সালাম মূর্শেদীর কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, আব্দুল্লাহ আল মামুন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবুসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: