শিরোনাম

South east bank ad

জনগণের জোরে চলেন ফরিদপুর-৪ আসনের সংসদ নিক্সন চৌধুরী

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দেশব্যাপী ভাইরাল হতে উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে একটি রাস্তার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আবদুল কাদের মির্জাকে নিয়ে নানা মন্তব্য করলেও বক্তব্যের সময় সরাসরি কাদের মির্জার নাম বলেননি।

নিক্সন চৌধুরী বলেন, ‘কয়েক দিন ধরে দেখছি নোয়াখালীর এক পাগল আমার পেছনে লেগেছে। যারে আমি চিনিও না জানিও না, দেখিও নাই কোনো দিন। ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখি এক ব্যক্তি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। ওনি আমাদের বড় এক নেতার ভাই, কয়দিন আগে আবার মেয়রও হইছে। বক্তব্য দিতে গেলেই প্রতিদিন এখন আমাকে গালি দেয়, যাকে আমি চিনিই না।’

এসময় কাদের মির্জার দিকে ইঙ্গিত করে নিক্সন চৌধুরী বলেন, ‘উনি বলেছেন, নিক্সন চৌধুরী তার মামার জোরে চলে। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের জোরেও চলে না, তার ভাই লিটন চৌধুরীর জোরেও চলে না, নিক্সন চৌধুরী চলে জনগণের জোরে।’

‘ওই ব্যক্তি মন্তব্য দেশের সব সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। ওনি একজন মেয়র, সংসদ সদস্যদের নিয়ে এমন মন্তব্য ওনি কীভাবে করেন?

এরপর নিক্সন বলেন, ‘এগুলো তিনি কেন করেন জানেন? ভাইরাল হওয়ার জন্য, দেশের মানুষ যাতে এ পাগলরে চেনে। দেশের মানুষ চিনছে এইটা পাগল, এই পাগলরে এখন পাবনা পাঠাইয়া দেও।’

এর আগে এমপি নিক্সন চৌধুরী চরভদ্রাসনের গাজীরটেক ভায়া সদরপুর বর্ডার আরসিসি সড়কের উদ্বোধন করেন। পরে তিনি এলাকায় শীতার্ত দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

নিক্সন চৌধুরীর এমন সব মন্তব্যের পর মঙ্গলবারই ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এদিন সন্ধ্যায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও নোয়াখালীর মানুষদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগের নেতারা।

দলীয় কার্যালয়ের সামনে রূপালী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: