শিরোনাম

South east bank ad

কানাডিয়ান ইউনিভার্সিটি ও বেটার বাংলাদেশের মাতৃভাষা দিবসে সভা

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর মাসুদ এ খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ডের সদস্য চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাত, ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, ট্রাস্টি বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক ড. এইচএম জহিরুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর এএসএম সিরাজুল হক, বিভিন্ন স্কুলের ডিন, সব বিভাগের বিভাগীয় প্রধান, হেলিবারি ভালুকার প্রধান শিক্ষক ক্রিস হেনসেন এবং স্টেক হোল্ডার রিলেশনশিপস পরিচালক ঊইন্ডি হেনসেন।

এছাড়াও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সবশেষে ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন যে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত ধরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অব্যাহত অগ্রযাত্রা চলমান

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: