শিরোনাম

South east bank ad

চিলিতে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হচ্ছেন গ্যাব্রিয়েল বোরিক

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ৩৫ বছর বয়সী বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। নির্বাচনে জয়ের ফলে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধানদের একজন হতে যাচ্ছেন। এছাড়া গ্যাব্রিয়েল বোরিক দক্ষিণ আমেরিকার দেশ চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

রোববার ভোট গণনা শেষে তাকে চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তিনি দেশটির কট্টর ডানপন্থী রক্ষণশীল আইনপ্রনেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন।

গ্যাব্রিয়েল বোরিক আগামী মার্চ মাসে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

এদিকে গ্যাব্রিয়েল বোরিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এ সময় তারা একে অন্যকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গ্যাব্রিয়েল বোরিক বলেন, “আমি চিলির প্রতিটি নাগরিকের প্রেসিডেন্ট হব। আমি আমার দায়িত্ব পালনে সব সময় চেষ্টা করব।”- বিবিসি
/জেটএন/

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: