শিরোনাম

South east bank ad

মালদ্বীপে মহান বিজয় দিবস উদযাপন

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল বেলায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান।

দ্বিতীয় পর্বে, রাত ৮টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয়ের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। এরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সব শহিদ ও মহান মুক্তিযুদ্ধে সব শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ওপর নির্মিত একটি প্রাম্যণ্যচিত্রও প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। সেই সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের; যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নতি অর্জিত হয়েছে। দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে এবং উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। রূপকল্প ২০২১ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা এবং রূপকল্প ২০৪১ সালে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে ।

তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশীসহ উপস্থিত সবার প্রতি আহবান জানান ।

পরে স্থানীয় নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সবার জন্য নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: