শিরোনাম

South east bank ad

যেসব পণ্য আমদানি করা যাবে না, জানালেন অর্থ উপদেষ্টা

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

যেসব পণ্য আমদানি করা যাবে না, জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের যতটুকু সম্ভব অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে। আপাতত অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানি করা যাবে না।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল। আমদানির মূল্যস্ফীতির বিষয়েও সজাগ আছি। বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর যেন বাড়তি চাপ না পড়ে যেজন্য যতটুকু সম্ভব অত্যাবশ্যকীয় পণ্যই আমদানি করতে হবে।

তিনি আরো বলেন, মানুষের সমস্যাগুলোর মধ্যে শুধু খাদ্যদ্রব্য নয়, বাণিজ্যের সঙ্গে জড়িত সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করতে চেষ্টা করছি। এজন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ বাণিজ্য মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পর্কিত সব সংস্থার সঙ্গে বসবো। যত দ্রুত সম্ভব আমরা পদক্ষেপ নেবো।

এডিবির সঙ্গে বৈঠকের বিষয়ে ড. সালেহ উদ্দিন বলেন, এডিবি ও বিশ্ব ব্যাংক আমাদের সহায়তা করার বিষয়ে খুব পজিটিভ।  বাংলাদেশ ব্যাংক ও এডিবির যতগুলো প্রকল্প আছে সেগুলোর মধ্যে যৌক্তিক প্রকল্পগুলোর কার্যক্রম বন্ধ করিনি। আমরা বললে তারাও কার্যক্রম চালিয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে পাইপলাইনে যে প্রকল্পগুলো আছে সেগুলোর বিষয়েও তারা সহায়তা করবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: