শিরোনাম

South east bank ad

গত ২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু , শনাক্ত ২৯৯৫

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   হাসপাতাল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৫১৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। আজ (বুধবার ১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৩ হাজার ৮৯ জন। দেশে মহামারী প্রাণঘাতী কোভিড-১৯ (করোনাভাইরাসে) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।
BBS cable ad

হাসপাতাল এর আরও খবর: