ইমপেরিয়াল হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামের ৪০০ শয্যাবিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড (আইএইচএল) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যে গতকাল সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোকেয়া বেগম।
এছাড়া বক্তব্য রাখেন আইএইচএলের চেয়ারম্যান ও সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের প্রধান ডা. শিরিন ফাতেমা।