২০ রমজান পর্যন্ত ঘোষিত সূচিতেই প্রাথমিকে ক্লাস, গুজব ছড়ালেই ব্যবস্থা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পবিত্র রমজান মাসের ২০ দিন পর্যন্ত সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঘোষিত সূচি অনুযায়ী পাঠদান কার্যক্রম চলবে। এর বিপরীতে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে; যা অনাকাংখিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। এমনকি, গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন মোতাবেক ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। ২০২২ সালের ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের সকাল ৯ টা ৩০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে।