শিরোনাম

South east bank ad

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনাকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (১৩ মার্চ) রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উত্তরবঙ্গের নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুরে দু’দিনের সরকারি সফর করবেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। এছাড়া বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ব্যাপারে গবেষণা চালানো হচ্ছে।

নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনে পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী তার সফরকালে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। শিক্ষামন্ত্রী লালমনিরহাটের কালিগঞ্জের উত্তরা বাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর-এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ‘জয় বাংলা গেট’ ও একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: