শিরোনাম

South east bank ad

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে চতুর্থ ইউল্যাব

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে চতুর্থ ইউল্যাব

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাংকিংয়ে চলতি বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। পাশাপাশি এসডিজি ১৭-এর ক্যাটাগরিতে বিশ্বের ১ হাজার ১১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৫৬তম স্থান অধিকার করেছে ইউল্যাব। মর্যাদাপূর্ণ এ বৈশ্বিক র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্তির জন্য টিএইচই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনা, গবেষণা, প্রচার ও স্টুয়ার্ডশিপ এ (অনুষদ, কর্মী এবং প্রাক্তন শিক্ষার্থী) সামর্থ্য ও কর্মক্ষমতা মূল্যায়ন করে। একই সঙ্গে তারা জাতিসংঘের ১৭টি উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) জন্যও বিশ্ববিদ্যালয়গুলোকে আরো নিবিড়ভাবে মূল্যায়ন করে।

উল্লেখ্য, ইউল্যাব এই প্রথমবারের মতো এ র‌্যাংকিংয়ে অংশগ্রহণ করেছে। আর এ পুরো প্রক্রিয়া তত্ত্বাবধায়ন করেছেন ইউল্যাবের কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। এসডিজি ১৭-এর পাশাপাশি এসডিজি-১ (কোনো দরিদ্রতা নয়), এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও সুস্থতা), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গসমতা) ও এসডিজি-১১ (টেকসই শহর ও সামাজিক উন্নয়ন) সূচকেও ইউল্যাব স্থান পেয়েছে। এছাড়া ইউল্যাব এসডিজি-১১-তে বিশ্বের প্রথম ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: