খুলনায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক হাইফ্লো ন্যাসাল ক্যানুলা ও ২০ শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধার ভিত্তিমূল নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধন
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট-৩ অর্জনের নিমিত্ত জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে শতভাগ উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ের জন্য জনগণের অক্সিজেন সরবরাহ নিশ্চিতকল্পে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফ্লো ন্যাসাল ক্যানুলা ও ২০ শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধার ভিত্তিমূল নিশ্চিতকরণ প্রকল্প’-এর উদ্বোধন করা হয় ।
প্রকল্পটি ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (এমপি)। ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং খুলনার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)ডাঃ রাশেদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান,খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া নিজ নিজ উপজেলা থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
খুলনা জেলার সব উপজেলায় স্বয়ংক্রিয় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, ৪ টি করে হাইফ্লো ন্যাসাল ক্যানুলা সম্বলিত ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ বেড সুবিধার ভিত্তিমূল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, এই উদ্যোগটি অনন্য এবং নজিরবিহীন। চিকিৎসকরা এবং জনপ্রতিনিধিগণকে সম্পৃক্ত করে গৃহীত এই উদ্যোগটি মডেল হিসেবে গণ্য করে সব জেলা-উপজেলায় রেপ্লিকা করা যেতে পারে। মাঠ প্রশাসনের সক্রিয়তা করোনা মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বলে মনে করেন। সীমিত সম্পদের মধ্যে জেলা প্রশাসক, খুলনা চিকিৎসাসেবার কাঙ্খিত উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তার জন্য জেলা প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই উদ্যোগের মান নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে এ প্রকল্প সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. কামাল হোসেন বলেন, জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী অক্সিজেনসহ অন্যান্যসুবিধা গ্রহণ করতে পারবে। এই উদ্যোগের টেকসই ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি বলেন, খুলনার উপকূলীয় অঞ্চলসহ অন্যান্য এলাকায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক এবং হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা সুবিধা স্বাস্থ্যসেবায় মাইলফলক হিসেবে কাজ করবে। এ উদ্যোগটি ধরে রেখে পর্যায়ক্রমে সুবিধা বৃদ্ধি করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক বলেন, খুলনার জেলা প্রশাসনের এই অনন্য সাধারণ উদ্যোগটির মাধ্যমে উপজেলাতেই উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এতে জেলায় করোনা এবং অন্যান্য রোগীর চাপ কমবে। খুলনার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা বলেন যে, খুলনার প্রত্যেক উপজেলায় অসহায় রোগীদের জন্য জেলা প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন তা খুলনা জেলার প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অসাধারণ ভুমিকা পালন করবে।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, জেলা প্রশাসক নিজ উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক এবং হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা সুবিধা নিশ্চিতকল্পে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই প্রকল্পটি গ্রহণ করেছেন।
এছাড়া পুলিশ সুপার, প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্য অতিথিরা খুলনা জেলা প্রশাসনের এ উদ্যোগটিকে অভিনব, অনন্য এবং লাইফ সেভিং বলে অবহিত করেন এবং প্রধান অতিথি ফরহাদ হোসেনকে এবং উদ্যোক্তা হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং খুলনার স্বাস্থ্যসেবার উন্নয়নে টেকসই উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
h