শিরোনাম

South east bank ad

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে ৪ হাজার পরিবার

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে ৪ হাজার পরিবার

করোনা পরিস্থিতিতে দুস্থ ও কর্মহীন বিভিন্ন পেশার চার হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে আট দফায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

বুধবার (৫ মে) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে অষ্টম দফায় ৫১০ পরিবারের মধ্যে উপহারের চাল বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

উপস্থিত কর্মহীন লোকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আজকে আপনারা যে চাল পেয়েছেন, এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা ভাবেন। তাই প্রধানমন্ত্রী আপনাদের সহায়তার জন্য চাঁদপুর জেলার জন্য দুই কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং এ বরাদ্দকৃত টাকা উপজেলা, পৌরসভা ও ইনিয়নে ভাগ করে দিয়েছি। এরই মধ্যে এসব বরাদ্দকৃত উপহার বিতরণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। যারা সহায়তার জন্য আমাদের মেসেজ দিচ্ছেন, তাদের ঠিকানা অনুযায়ী ত্রাণ পৌঁছানো হচ্ছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমতিয়াজ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান ও রেশমা খাতুনসহ অনেকে।

উপহার বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসকের গড়া স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

যাদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে, তাদের মধ্যে ছিলেন ১০০ জন মৎস্য ঘাট শ্রমিক, হটলাইনে আবেদনকৃত ৫০ জন, ৫০ জন সিএনজি চালিত অটোরিকশা ও অটোবাইকচালক, সমাজতান্ত্রিক শ্রমিকদল ৫০ জন, মহিলা আওয়ামী লীগের দুস্থ ৭০ জন, শ্রমিকলীগের দুস্থ ৫০ জন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: