কুড়িগ্রামে ৫ শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাকালিন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক রিক্সা শ্রমজীবী ও দলিত সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরন্নবী খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান ও প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ। এসব মানুষকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি ও আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।