মুন্সিগঞ্জে প্রধামন্ত্রীনর উপহার সামগ্রী প্রদান

কায়সার সামির (মুন্সিগঞ্জ):
বৈশ্বিক মহামারী করোনার পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া মুন্সিগঞ্জের হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত তিনশত প্যাকেট উপহার সামগ্রী (ত্রাণ) প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনশত পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক প্রশাসক মো. মনিরুজ্জান তালুকদার। এসময় সকল স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব মেনেই তিনশত পরিবার এই ত্রাণ নিয়ে যায়।
প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, সেমাই দুই প্যাকেট, সাবান ১ টি, দুইশ গ্রাম গুঁড়া দুধ।