বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করলেন কৌশিক বসু

অব্যাহতভাবে ছয় শতাংশের অধিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করায় বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার তার কার্যালয়ে বৈঠক করার সময় তিনি বলেন, বিগত ৫ থেকে ৬ বছরে বাংলাদেশ ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে, যা বিশ্বে বিরল।
বৈঠকে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন কৌশিক বসু। খবর বাসসের
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে কৌশিক বসুকে প্রধানমন্ত্রী জানান, তার সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি নীতি প্রণয়ন করেছে এবং এর আওতায় বিভিন্ন লক্ষ্য নির্ধারিত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, পল্লীর মানুষের অর্থনৈতিক উন্নয়ন খুবই জরুরি এবং এজন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণে গুরুত্ব দেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প স্থাপনেও উৎসাহ প্রদান করা হচ্ছে।
তিনি কৃষি গবেষণায় বাংলাদেশের অগ্রগতির উল্লেখ করে বলেন, এখাতে স্থানীয় বিজ্ঞানীরা খুব ভালো সাফল্য অর্জন করেছেন। তাদের নতুন উদ্ভাবন বর্ধিত খাদ্য উৎপাদনে সহায়তা এবং উৎপাদন আরো বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, ড. মশিউর রহমান, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ইআরডির সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।