মধ্যবিত্তের সঞ্চয়ের ভরসা ব্যাংক :গভর্নর

মধ্যবিত্তের সঞ্চয় ও গরিবের ভরসার জায়গা হলো ব্যাংক। এটি শুধু উচ্চবিত্তের ধনাগার নয়; দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত এক কারখানা। প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলা ধনী-দরিদ্র নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের কাছে সেই বার্তা পেঁৗছে দেবে।
গতকাল বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন।
'একটি ব্যাংকিং জাতি গঠনের প্রত্যয়' স্লোগান নিয়ে বাংলাদেশ ব্যাংক এ মেলার আয়োজন করেছে। মেলায় ৫৬টি ব্যাংক, ছয়টি আর্থিক ও সাতটি আর্থিক সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিভিন্ন তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকেরও কয়েকটি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। পাঁচ দিনের এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. আতিউর রহমান ব্যাংক কর্মকর্তাদের মানবিক ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধি অর্জনে কৃষক, নারী, স্কুলগামী শিক্ষার্থী, পথশিশু ও পোশাক শিল্পের কর্মীসহ সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
গভর্নর বলেন, ব্যাংকারদের কাজের সম্মিলিত স্বীকৃতির অনুষ্ঠান হলো এ মেলা। এতে গ্রাহকদের পাশাপাশি ব্যাংকগুলোও খুব কাছ থেকে একে অপরের কাজ দেখার সুযোগ পাবে। ভুল থেকে শিক্ষা নিতে পারবে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম বলেন, এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। তবে মোবাইল ব্যাংকিংয়ের প্রসারে অনেকেই সেবা পাচ্ছেন।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ব্যাংক খাতে দুষ্টচক্র কাজ করছে। সরকারের রাজস্ব আদায় ও ব্যয়ের ক্ষেত্রেও একটি চক্র সক্রিয়। সবাই মিলে এ চক্র ভাংতে পারলে দেশ এগিয়ে যাবে।
ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পালসহ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -