শিরোনাম

South east bank ad

আদায় হচ্ছে বকেয়া রাজস্ব

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

আদায় হচ্ছে বকেয়া রাজস্ব
ট্রেডমার্ক উইংকে ট্রেডমার্ক ইউনিট হিসেবে গঠন, পণ্য ক্রয়-বিক্রয়ে ভোক্তা ও বিক্রেতার স্বার্থ সংরক্ষণসহ দেশে নিবন্ধিত ট্রেডমার্ককে সুরক্ষা দিয়ে ট্রেডমার্ক (সংশোধন) আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মঙ্গলবার বিলটি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে পাস করার প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। ২০০৯ সালে প্রণীত এ আইনে মেধা সম্পদ সংরক্ষণ, বিদেশী পুঁজি-বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তরসহ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য এবং শিল্পায়নের ক্ষেত্রে সময়ের চাহিদা পূরণে ট্রেডমার্ক আইন সংশোধন, পরিবর্তন ও পরিবর্তন করে যুগোপযোগী করা হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান প্রেক্ষাপট, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ এবং প্যারিস কনভেনশনের সঙ্গে আইনটি সামঞ্জস্যপূর্ণ করতে এই সংশোধনী আনা হয়।
বিলটিতে আনীত ১১টি সংশোধনীর মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রি উইংকে রেজিস্ট্রি ইউনিটকরণ ও আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যকরণসহ ৩টি অস্পষ্টতা দূরীকরণ সংশোধনী, ৩টি কারণিক ত্র“টি, ২টি মুদ্রণ ত্র“টি, রেজিস্ট্রির সময়সীমা বর্ধিত করে আইনে এ সংক্রান্ত স্ববিরোধিতা দূর করার জন্য একটি সংশোধনী রয়েছে।
পোর্ট (এমেন্ডমেন্ট) বিল প্রত্যাহার : পোর্টস (এমেন্ডমেন্ট) আইন ২০১৫ বিলটি গতকাল প্রত্যাহার করে নেয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর সংসদের নবম অধিবেশনে বিলটি উত্থাপিত হয়েছিল। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কার্যপ্রণালী বিধির ৯৩ ধারা মোতাবেক নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী পোর্ট (এমেন্ডমেন্ট) বিল প্রত্যাহারের প্রস্তাব করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে বিলটি প্রত্যাহার হয়।
বিলে বলা হয়েছিল, পোর্টস অ্যাক্ট, ১৯০৮-এর অধিকতর সংশোধনকল্পে বিলটি আনা হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেয়ার জন্য বিলটি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: