শিরোনাম

South east bank ad

বিদেশি বিনিয়োগে বড় বাধা উচ্চ করহার

 প্রকাশ: ২৫ মে ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

বিদেশি বিনিয়োগে বড় বাধা উচ্চ করহার
বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে উচ্চ হারে করপোরেট কর অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। বাংলাদেশ করপোরেট কর ৪৫ শতাংশ। উচ্চ হারের এই কর কাঠামোর কারণে কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা সত্ত্বেও দেশে কাঙ্ক্ষিত হারে এফডিআই আসছে না। বছরে এখন মাত্র দুই বিলিয়ন ডলারের মতো এফডিআই আসে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় অত্যন্ত নগণ্য। বিদেশি বিনিয়োগ এবং বাংলাদেশের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় বেশিরভাগ বক্তা এসব মতামত দেন। বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সভার আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (অ্যামচেম)। সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির এবং ঢাকা চেম্বার ও অ্যামচেমের সাবেক সভাপতি আফতাব-উল ইসলাম। বিডার চেয়ারম্যান বলেন, কর এবং বিনিয়োগ সহায়ক অন্যান্য বিষয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করেছেন তারা। এ-সংক্রান্ত ৩৪টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কর আহরণে এনবিআরকে কিছুটা আগ্রাসী মনে হয়েছে। তাদের এ দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তিনি বলেন, কর আসলে সরকারের একটা বড় শক্তি। বিনিয়োগের স্বার্থে এ শক্তিকে কাজে লাগাতে হবে, যাতে উদ্যোক্তারা উৎসাহিত হন। বিনিয়োগ তথ্য দিয়ে বিডার চেয়ারম্যান বলেন, বিনিয়োগ আকর্ষণে দেশের ইমেজ বৃদ্ধি, বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করছে। আগামী পাঁচ বছরে অবস্থান থেকে ১০০-এর নিচে আনতে চান তারা। বর্তমানে সূচক ১৭৬তম। আফতাব-উল ইসলাম বলেন, আগে এফডিআই খরার জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা হতো। তিন বছর ধরে এ সমস্যা নেই। তারপরও এফডিআই না আসার অন্যতম কারণ সারাবিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারের করপোরেট কর। কারণ, বিদেশিরা বিনিয়োগের আগে নিরাপত্তা এবং মূলধন উঠে আসার সময় মুনাফা বিবেচনা করে থাকেন। বাংলাদেশ বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য কেবল কাগজে-কলমেই। তিনি বলেন, শীর্ষ দুই করদাতা প্রতিষ্ঠান বিদেশি। তারপরও দুঃখজনকভাবে বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো নয়। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি অগ্রণী ব্যাংকের ৭০০ সাধারণ পদের বিপরীতে অন্যান্য আবেদনকারীর বাইরে শুধু এমবিএ পাস করা আবেদনকারীই আড়াই হাজার। এ তথ্য প্রমাণ করে, দেশে বেকারত্ব পরিস্থিতি কোন পর্যায়ে গেছে। এফডিআই হতে পারে এ সমস্যার সহজ সমাধান। অথচ কেন এফডিআই আসছে না, এ বিষয়ে কোনো কালের সংসদে এক লাইন আলোচনাও হয়নি। নিহাদ কবির বলেন, কর কাঠামো, অবকাঠামো ও নানা রকম নিয়ন্ত্রণ বিদেশি উদ্যোক্তাদের নার্ভাস করে দিচ্ছে। বৈদেশিক মুদ্রা পরিচালন নীতির ভারসাম্যের অভাব, প্রবাসী আয় পাঠানো জটিলতাও বিনিয়োগে বাধা সৃষ্টি করছে। সভায় দেশি-বিদেশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: