শিরোনাম

South east bank ad

ত্রিপুরার বিদ্যুৎ আসছে জানুয়ারিতে

 প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ত্রিপুরার বিদ্যুৎ আসছে জানুয়ারিতে
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা প্রকল্পের দ্বিতীয় ইউনিট থেকে ২০১৬ সালের জানুয়ারি মাসে একশ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। বিদ্যুতের দামসহ যাবতীয় নিয়ম পদ্ধতি চূড়ান্ত করতে দিল্লিতে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই বৈঠকের বুধবার শেষ দিনে বিদ্যুতের দামসহ আনুষঙ্গিক সব বিষয় চূড়ান্ত হয়। জানা গেছে, ত্রিপুরা রাজ্যের পালাটানা থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য এখন চলছে উচ্চক্ষমতাসম্পন্ন পরিবাহী লাইন নির্মাণের কাজ। ভারত সরকারের সংস্থা পিজিসিআইএল এই কাজ করছে। রাজ্য বিদ্যুৎ নিগমের সূর্যমণিনগর বিদ্যুৎ স্টেশন থেকে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা বিদ্যুৎ স্টেশন পর্যন্ত হবে এই পরিবাহী লাইন। নির্মাণ সংস্থা চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিবাহী লাইন নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। জানুয়ারিতে শুরু হবে কমিশনিং। পালাটানা প্রজেক্টের দ্বিতীয় ইউনিটে উৎপাদিত বিদ্যুতের ত্রিপুরার শেয়ার থেকেই বাংলাদেশকে একশ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে ভারত সরকার। জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পালাটানার তাপবিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করেছিল। ওই বছরই ২১ জুন এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: