রাজধানীতে বিষমুক্ত সবজি প্রদর্শনী
বাজারে শাক-সবিজ কিনতে গিয়ে নিজের মনে হাজারো প্রশ্ন। টাটকা কি না, খেলে শরীরের কোনো ক্ষতি হবে না তো? কারণ সবজি চাষে ক্ষতিকররাসায়নিকের যথেচ্ছ ব্যবহার আমাদের শরীরে নানা রোগ জন্ম দিচ্ছে। তবে এবার কৃষক নিজেরাই তাদের উত্পাদিত তাজা শাক-সবিজ সরাসরিরাজধানীর ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তারা দাবি করছে, এসব সবজি ক্ষতিকর রাসায়নিকমুক্ত।
গতকাল শুক্রবার রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ীর মাঠে সরকারি-বেসরকারি সহযোগিতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের উত্পাদিতসবজি নিয়ে শুরু হয়েছে দুদিনের প্রদর্শনী। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন ব্যবসাযীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মতলুবআহমেদ। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কার্যনির্বাহী পরিচালক হামিদুর রহমান, ইউএসএআইডির ইকোনমিক গ্রোথ অফিসের বাংলাদেশ শাখারডেপুটি ডিরেক্টর ম্যাট জন কার্টিস ও ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্য ইনকিউবেশনসেন্টার ফর এন্টারপ্রাইজ আয়োজিত ‘ফ্রেশ মার্ট সাপ্তাহিক কৃষক বাজার’ নামে এই প্রদর্শনীতে নড়াইল, ভোলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ওবাগেরহাটসহ বিভিন্ন এলাকার কৃষকরা ২৫টি স্টলে তাদের উত্পাদিত শাক-সবজি প্রদর্শন করছেন। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবারজন্য উন্মুক্ত।
মেলায় উপস্থিত কৃষকরা বলছেন, তাদের উত্পাদিত পণ্যে দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ও ফরমালিন নেই। দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তারজন্য আয়োজিত এই মেলায় অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি।