শিরোনাম

South east bank ad

জেএসসি-জেডিসি পরীক্ষায় বসছে ২৪ লাখ শিক্ষার্থী

 প্রকাশ: ০১ নভেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

জেএসসি-জেডিসি পরীক্ষায় বসছে ২৪ লাখ শিক্ষার্থী
আজ সারাদেশে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষায় মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন। প্রথমদিন জেএসসিতে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা হবে। আর জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। এর মধ্যে ৯ লাখ ৪৯ হাজার ১৪৫ জন ছেলে এবং ১০ লাখ ৭৫ হাজার ২২৮ জন মেয়ে। এছাড়া জেডিসিতে অংশ নেবে ৩ লাখ ৭৮ হাজার ৪৭২ শিক্ষার্থী। এদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ২২৮জন ছাত্র এবং ১ লাখ ৯৯ হাজার ২৪৪ জন ছাত্রী। গত রবিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, ১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।’
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: