চিন্তা ভাবনা করে allow প্রেস করুন

রিয়াজুল হক
বেসিক মোবাইল ফোনের ব্যবহার এখন প্রায় উঠেই গেছে। নানাবিধ প্রয়োজনের তাগিদে আমাদের সবার হাতে এখন স্মার্টফোন।
প্রয়োজনে-অপ্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ আমাদের মোবাইলে ইন্সটল করে থাকি। অনেক অ্যাপ রয়েছে যেগুলো ইন্সটল করতে গেলে আমাদের Contact, Message, ফোন কল রেকর্ডস এসবের Access অ্যাপ নির্মাতা কোম্পানি চেয়ে থাকে। আপনি Access না দিলে, সেই অ্যাপ ইন্সটল করতে পারবেন না। আর আমরাও আগে পরে কিছু চিন্তা না করে Allow, Allow, Allow প্রেস করে অ্যাপ ইন্সটল করে থাকি।
অর্থাৎ আপনার অ্যাপটি ইন্সটল করার জন্য আপনার মোবাইলের তথ্য দেখা কিংবা নেবার সুবিধা কিন্তু আপনি সেই অ্যাপ নির্মাতা কোম্পানিকে দিয়ে রাখলেন।
যতদিন সেই অ্যাপ ব্যবহার করবেন ততদিন কিন্তু আপনার তথ্যের Access অন্যের কাছে থাকবে।
এখন আপনার মোবাইলে যদি এইরকম ২০ টি অ্যাপ থাকে, যেগুলো ইন্সটল করার জন্য আপনার মোবাইলের তথ্যের Access সেই অ্যাপ নির্মাতা কোম্পানি কে দিতে হয়েছে, তাহলে আপনি কখনই আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা করতে পারবেন না।
আপনার তথ্য আপনি কোন কোন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের নজরদারিতে রাখছেন বা রাখবেন, সেটা অবশ্যই বিবেচনা করা দরকার।
লেখকঃ রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।