শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে মাস্ক না পরে উস্কানিমূলক কথা বলায় ২০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ঝালকাঠিতে মাস্ক না পরে উস্কানিমূলক কথা বলায় ২০ হাজার টাকা জরিমানা

রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মুখে মাস্ক না পরে উস্কানিমূলক কথা বলায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তমপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচার মো. মোক্তার হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার পুটিয়াখালী এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো.শওকত হোসেন। স্থাস্থ্যবিধি নিশ্চিত করণে উপজেলা প্রশাসনের অভিযানের সময় সে মুখে মাস্ক না পরেই বাজারে ঘোরাফেরা করছিলো। মাস্ক পড়তে বলায় সে উস্কানিমূলক কথা বলে। সরকারি নির্দেশ অমান্য কারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রয়েছে।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: