সহকারী পুলিশ কমিশনার আনিসুল করিম এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শোক
সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আনিসুল করিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেন।
