আকাঙ্ক্ষা গ্রুপের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শেখ মজনুর মৃত্যুতে এসআইবিএল পরিবারের শোক
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনীতিক, আকাঙ্ক্ষা গ্রুপের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জনাব শেখ মজনু (৬৭) কোভিড-১৯- এ আক্রান্ত হয়ে গতকাল রোববার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আকাঙ্ক্ষা গ্রুপের অধীনে মাহবুব ব্রাদার্স রিয়েল এস্টেট সহ বহু প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ৩০ সহস্রাধিক কর্মী কাজ করছে।
সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক জনাব শেখ মজনু- এর মৃত্যুতে এসআইবিএল পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।