আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন দেশে সংবাদ পত্র শিল্প বিকাশে আতিকুল্লাহ খান মাসুদের অবদান দেশের মানুষ সব সময় স্মরণ রাখবে। তিনি আরো বলেন আতিক উল্লাহ খান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘকাল ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সম্পাদক ও প্রকাশক কে হারালো।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।