আলী আজম মুকুল এমপি এর মায়ের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় জনপ্রিয় জনপ্রতিনিধি, ভোলা-২ আসন থেকে ২য় বার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য আলী আজম মুকুল এর মায়ের ২০তম মৃত্যু বার্ষিকী আজ।
মায়ের মৃত্যুবার্ষিকীতে মাকে নিয়ে কবিতা আকারে স্টাটাস দিয়েছেন আলী আজম মুকুল এমপি। ফেসবুক টাইমলাইন থেকে পাঠকের জন্য সরাসরি তা তুলে ধরা হলো:
প্রতিদিন, প্রতিক্ষনের ন্যায়…
আজও মনে পরছে তোমায় মা
স্মৃতির চাদরে জড়িয়ে আজ আমায়
ভাসালে চোখের নোনায়
অথৈ সাগরে একলা আমি ভেলায়।
ওমা, দেখ তোমার ছেলে কত বড় হয়েছে
তুমি একটু দেখ না, দেখ না…
ওমা তোমার অবুঝ ছেলে আজ হয়েছে অনেক বড়
তুমি একটু আস না ! আস না…
তোমার আঁচলে, শীতল ছায়ায়
আমায় ঢেকে দাওনা।
একলা ঘরে ছিলাম যখন
আমি কাছে থেকেও দূরে তখন
চার দেয়ালে নিঃস্ব আমি
তোমার ছায়া ছুঁয়ে স্পর্শ খুঁজি।
বেঁচে থাকাই এখন বড় দায়,
মাঝ রাতে কতবার ফিরেছি বাসায়,
পথ চেয়ে থাকা তোমার- আমার আশায়;
শত অনুযোগ নিয়ে চোখের কোণে,
বুক ফেটে যেত বোবা কান্নায়।
ওমা তোমার সব স্বপ্ন দেখো
আমার হাতে তুমি একটু থাকো না পাশে থাকো না
ওমা তোমার বুকে জড়িয়ে একটু গল্প শোনাওনা
আসো না মা আস না, আসোনা মা ফিরে আস না…
জানি….. মা.. আর ফিরে আসবে না কখনো। আজ আমার মায়ের ২০তম মৃত্যু বার্ষিকী । ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারী.. আমার পথ চেয়ে বসে থাকা মানুষটি চীরদিনের জন্য পারি দিয়েছেন না ফেরার দেশে।
হে মহান সৃষ্টিকর্তা, তুমি তোমার আপন দয়া ও কৃপায় আমার মাকে জান্নাতবাসী করো।