শিরোনাম

South east bank ad

বসুন্ধরা চেয়ারম্যানের অর্থায়নে বাড়ি পাচ্ছেন বগুড়ার জায়েদা

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন বগুড়ার শাজাহানপুরে প্লাস্টিক বস্তার ঝুপড়িতে বসবাসরত অসহায় নারী জায়েদা। শুভ সংঘের মাধ্যমে গতকাল দুপুরে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ওই বৃদ্ধার হাতে বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে ছাগল, হাঁস-মুরগি ও নগদ টাকা তুলে দেন। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ওই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস দেন।

শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া দক্ষিণপাড়ায় বাঁশের মোটা কঞ্চির খুঁটি দিয়ে সিমেন্টের প্লাস্টিক বস্তা টানিয়ে চার ফিট ব্যসার্ধের একটি ঝুপড়ি ঘরে থাকতেন সহায়সম্বলহীন জায়েদা। সারা দিন ঘুরে ঘুরে শাক, কচু সংগ্রহ করে বাড়ি বাড়ি বিক্রি করে যা পেতেন তাই তার মূলধন। কোনো দিন শাক, কচু পাওয়া না গেলে ওইদিনের এক মুঠো ভাতের জোগাড় হতো চেয়েচিন্তে আর ভিক্ষা করে। কালের কণ্ঠে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে অসহায় নারীকে ঘর নির্মাণসহ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল কালের কণ্ঠ শুভ সংঘের মাধ্যমে ওই নারীর হাতে হাঁস-মুরগি, ছাগল তুলে দেওয়া হয়। ভিক্ষাবৃত্তি থেকে সরে আসার আহ্বানসহ তার ঘর নির্মাণ ও দুই বেলা খাবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান কালের কণ্ঠ সম্পাদক। এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ কে এম আসাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরাসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: