ডি.নেটের গভর্নিং বডির নতুন চেয়ারপারসন শাহ মো. আহসান হাবিব
বেসরকারি উন্নয়ন সংস্থা ডি.নেট তাদের গভর্নিং বডি চেয়ারপারসন হিসেবে অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিবকে নিয়োগ দিয়েছে। তার এ নিয়োগ ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
শিক্ষা, নীতিনির্ধারণমূলক গবেষণা, সুশাসন ও উন্নয়ন অর্থায়নে ডি.নেটের সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক আহসান হাবিবের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডি.নেটের দায়িত্বের পাশাপাশি অধ্যাপক আহসান হাবিব আইপিডিসি ফাইন্যান্স পিএলসির একজন স্বাধীন পরিচালক। তিনি প্রতিষ্ঠানটির বোর্ড অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটিরও সদস্য।
ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত অধ্যাপক আহসান হাবিব যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ফুলব্রাইট স্কলারশিপের আওতায় গ্রিন ব্যাংকিং বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও বিস্তৃত নীতিগত গবেষণা করেছেন।
আহসান হাবিব বিশ্বব্যাংক, এডিবি, আইএফসি, ইউএনডিপি, ইউএনইপি, জিআইজেড ও ডিএফআইডিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন। অধ্যাপক হাবিব বর্তমানে আইসিসি বাংলাদেশের ব্যাংকিং কমিশনের সদস্য ও ভ্যালর অব বাংলাদেশের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা, নীতিনির্ধারণমূলক গবেষণা, সুশাসন ও উন্নয়ন অর্থায়নে ডি.নেটের সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক আহসান হাবিবের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডি.নেটের দায়িত্বের পাশাপাশি অধ্যাপক আহসান হাবিব আইপিডিসি ফাইন্যান্স পিএলসির একজন স্বাধীন পরিচালক। তিনি প্রতিষ্ঠানটির বোর্ড অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটিরও সদস্য।
ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত অধ্যাপক আহসান হাবিব যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র ফুলব্রাইট স্কলারশিপের আওতায় গ্রিন ব্যাংকিং বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও বিস্তৃত নীতিগত গবেষণা করেছেন।
আহসান হাবিব বিশ্বব্যাংক, এডিবি, আইএফসি, ইউএনডিপি, ইউএনইপি, জিআইজেড ও ডিএফআইডিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন। অধ্যাপক হাবিব বর্তমানে আইসিসি বাংলাদেশের ব্যাংকিং কমিশনের সদস্য ও ভ্যালর অব বাংলাদেশের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।


