মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারকে সম্মাননা দিল এমটিবি ফাউন্ডেশন
এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ১৫তম ‘ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে। এবারের আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম, মাহফুজা খাতুন ও মাসুমা বেগমের পরিবারকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এ উপলক্ষে সম্প্রতি এমটিবির করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক খাজা নার্গিস হোসেন ও স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এএমডি ও গ্রুপ সিআরও চৌধুরী আখতার আসিফ, ডিএমডি ও ক্যামেলকো রেইস উদ্দিন আহ্মাদ এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী।


