ট্রাস্ট ব্যাংকের জলসিঁড়ি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
ট্রাস্ট ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন এলাকায় ‘জলসিঁড়ি শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, কোয়ার্টার মাস্টার জেনারেল, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


