South east bank ad

দেশের বাজারে ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

দেশের বাজারে ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে সাড়ে তিন হাজার টাকা। যা আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

BBS cable ad