মিডল্যান্ড ব্যাংক ও অলওয়েলের মধ্যে এমওইউ স্বাক্ষর
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও অলওয়েলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের সিটিও মো. নাজমুল হুদা সরকার ও অলওয়েলের মেডিকেল অপারেশনস ডিরেক্টর ডা. ফিরোজ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের সব কার্ডধারী টেলিমেডিসিন ও হোম ভিজিট সেবায় ১০, প্যারেন্ট কেয়ার প্ল্যানে ১০ এবং হোম স্যাম্পল কালেকশন ও ল্যাব টেস্টে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান ও অলওয়েলের হেলথ সার্ভিসেসের কো-অর্ডিনেটর ডা. শাকিল মাহমুদ।


