South east bank ad

ভিসা বিজনেস মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করল এনসিসি ব্যাংক

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ভিসা বিজনেস মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করল এনসিসি ব্যাংক

সিএমএসএমই ও স্টার্টআপ গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘ভিসা বিজনেস মাল্টিকারেন্সি ডেবিট কার্ড’ নামক নতুন একটি কার্ড চালু করেছে। এনসিসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা ও অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ও দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এনসিসি ব্যাংকের এএমডি এম. খোরশেদ আলম, ডিএমডি মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম ও মো. হাবিবুর রহমান এবং এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: