ঢাকার আফতাবনগরে নতুন উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক

ঢাকার আফতাবনগরে (বেসিক মনসুরা টাওয়ার, প্লট এ-২৪, ব্লক-এ) নতুন একটি উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উপলক্ষে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ শাখাটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে এমডি ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএমডি ও হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড ফর নর্থ একেএম তারেকসহ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা।