ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডারদের গ্র্যাজুয়েশন উদযাপন

ব্র্যাক ব্যাংক পিএলসির ইয়াং লিডার্স ২০২৪ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘লার্নার টু লিডার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান। অনুষ্ঠানে ইয়াং লিডাররা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক ইয়াং লিডারদের একটি স্মারক উপহারের পাশাপাশি প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির নিয়োগপত্র দেয়া হয়।