মাস্টারকার্ড ও পিকাবুর সঙ্গে ইবিএলের কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড

মাস্টারকার্ড ও পিকাবুর সঙ্গে দুটি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। কার্ড দুটি হলো ইবিএল পিকাবু মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড ও ইবিএল পিকাবু মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড। এ উপলক্ষে সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ওসমান এরশাদ ফয়েজ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পিকাবুর সিইও মরিন তালুকদারসহ অনেকে।