তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও সনদ পেল আইএফআইসি ব্যাংক

তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও (ISO/IES 27001:2022) সনদ পেল আইএফআইসি ব্যাংক। গতকাল আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফার কাছে ব্যুরো ভেরিটাসের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এ সনদটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. মনিতুর রহমান, মো. রফিকুল ইসলাম, কেএআরএম মোস্তফা কামাল, সিএফও দিলিপ কুমার মণ্ডল, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিন, হেড অব আইটি নাজমুল হক তালুকদার, ব্যুরো ভেরিটাসের অপারেশন ম্যানেজার মুকুট কে বড়ুয়া, রিজিওন্যাল সেলস ম্যানেজার কেবিএম তারেক প্রমুখ।