আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে পূবালী ব্যাংকের মাইক্রোবাস উপহার

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আশরাফুল হকের হাতে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।