প্রাইম ব্যাংকের উদ্যোগে যবিপ্রবিতে ব্যাংকিং বিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবি ও জেইউএসটি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন অনুষদ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মোহসীন।
প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশেষ বক্তা ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। উদ্বোধনী বক্তব্য দেন যবিপ্রবির স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স অফিসের পরিচালক ড. মো. রফিউল হাসান।