ইস্টার্ন ব্যাংকের আয়োজনে রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স

রংপুরে কার্যক্রম পরিচালনাকারী ৪৫টি ব্যাংকের অংশগ্রহণে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় লিড ব্যাংক হিসেবে এ সম্মেলনের আয়োজন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কনফারেন্সে জেলার ৪৫টি বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম। ইবিএলের ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক মো. ইকবাল মোহাসীন, রংপুর কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল হক, রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ এবং ইবিএল ব্যাংকান্স্যুরেন্স অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং হেড মো. রকিব।