বিকাশ অ্যাপে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ইজি লাইফ পলিসি সেবা
এখন থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা বিকাশের অ্যাপ থেকেই নেওয়া যাবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘ইজি লাইফ’ পলিসি সেবা। সম্প্রতি গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে সেবাটি যৌথভাবে উদ্বোধন করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম ও বিকাশের সিসিও আলী আহম্মেদ।
এ সময় গার্ডিয়ান লাইফের সিওও শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশের সাড়ে ৫ কোটি গ্রাহকের জন্য গার্ডিয়ান লাইফের বীমা পলিসি নেওয়া হয়েছে আরও সহজ, নিরাপদ ও তাত্ক্ষণিক। ডিজিটাল প্রযুক্তিতে ইন্স্যুরেন্স সেবা নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় দেশের যেকোনো প্রান্ত থেকে পলিসি নেওয়ার এ সুযোগ ইন্স্যুরেন্স সেবাকে আরও বিস্তৃত করবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।