শিরোনাম

South east bank ad

এনার্জিপ্যাকের ২৫তম মোটর ভেহিকল সার্ভিস সেন্টার চালু

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

যানবাহনের সব ধরনের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) মোটর ভেহিকল ডিভিশন (এমভিডি) সম্প্রতি ঢাকার মিরপুরের গোরান চটবাড়িতে অত্যাধুনিক মোটর ভেহিকল সার্ভিস সেন্টার চালু করেছে। সার্ভিস সেন্টারটি জেএসি ট্রাক ও পিকআপ, জেসিবি কনস্ট্রাকশন মেশিনারিজ, শ্যাকম্যান হেভি ডিউটি ট্রাক এবং আঙ্কাই বাসের জন্য ‘৩৬০-ডিগ্রি’ (সব ধরনের) সেবা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইপিজিএলের এমডি ও সিইও হুমায়ুন রশিদ, পরিচালক এনামুল হক ও মো. নুরুল আকতার, মোটর ভেহিকল ডিভিশনের হেড অব বিজনেস এসএম জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: