শিরোনাম

South east bank ad

বেসিক ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব রুখসানা হাসিন সভায় অংশগ্রহন করেন।
এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য - মোঃ সাহেব আলী মৃধা, মোঃ রাজীব পারভেজ, মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত পর্যবেক্ষক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, চীফ ফাইন্সিয়াল অফিসার (সিএফও), কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স আজিজ হালিম খায়ের চৌধুরী এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: