সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫০তম উপশাখার উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ৫০তম উপশাখা ২৯ সেপ্টেম্বর সাতারকুল বাজার, উত্তর বাড্ডা, ঢাকায় উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কাজী ওসমান আলী সাতারকুল বাজার উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সিরাজুল হক, কোম্পানি সচিব জনাব আব্দুল হান্নান খান, বিসিজিবিডি এর প্রধান জনাব আব্দুল মোতালেব, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মো: মনিরুজ্জামান, শরীআহ্ সেক্রেটারিয়েটের প্রধান মূরাকীব জনাব মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া, উত্তর বাড্ডা শাখার ব্যবস্থাপক জনাব আবদুল মোমেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।