শিরোনাম

South east bank ad

এন.আর.বি.সি ব্যাংক-এর বহুবিধ ব্যাবহার যোগ্য অতিথি অবকাশ যাপন কেন্দ্র চালু

 প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এন.আর.বি.সি ব্যাংক এর চেয়ারম্যান জনাব পারভেজ তমালের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গী ও এমপ্লয়ীদের জন্য কল্যানমূলক চিন্তার ফসল হিসেবে এন.আর.বি.সি ম্যানেজমেন্ট-এর সহায়তায় রাজধানীর ঢাকার উত্তরাতে এন.আর.বি.সি ব্যাংক-এর বহুবিধ ব্যাবহার যোগ্য অতিথি অবকাশ যাপন কেন্দ্র চালু করা হয়েছে। এই অবকাশ কেন্দ্রটি ঢাকায় অফিসিয়াল কাজে বা চিকিৎসা সেবা গ্রহনের জন্য আগত এন.আর.বি.সি ব্যাংকের এবং এন.আর.বি.সি ম্যানেজমেন্টের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের অবকাশকালীন সময় যাপন ছাড়াও করোনা কালীন সময়ে চিকিৎসা সুবিধা সহায়তা কেন্দ্র ও আইসোলেশন সেন্টার হিসেবে ব্যাবহার করা যাবে। এই সকল সুবিধা গ্রহনের জন্য এন.আর.বি.সি ব্যাংক এবং এন.আর.বি.সি ম্যানেজমেন্টের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গকে এন.আর.বি.সি ব্যাংকের করোনা সেল- এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অবকাশ কেন্দ্রের ঠিকানাঃ সেক্টর ১২, উত্তরা। 115750020_3436530346357001_8231944191799479070_n 115822858_3436530399690329_5368230904535493248_n 115988696_3436530536356982_7346811894486693585_n 115995953_3436530446356991_3792966948819940166_n 116108944_3436530479690321_8177008944919309239_n
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: